| সিটিজেন চার্টার | বিএডিসির ক্ষুদ্রসেচ উইং এর সিটিজেন চার্টার নিম্নরূপ | |||
ক্রঃ নং | কাজ/ সেবার নাম | উপস্থাপন/ নিষ্পত্তির সময়কাল | মন্তব্য | ||
১ | ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা/ পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে সরকারের পরামর্শ প্রদান | মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দ্রুততার সাথে প্রয়োজনীয় পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন কাজ সম্পদান | ক্ষুদ্রসেচ নীতিমালা প্রনয়নে সরকারকে সহযোগিতা প্রদান করা হয়। | ||
২ | ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানি সম্পদ উন্নয়নের নিমিত্ত সেচ অবকাঠামো নির্মাণ, ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সরেজমিনে দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনায় (OFWM) কর্মসূচি | প্রকল্পের মাধ্যমে পানি সম্পদ যথাযথ উন্নয়ন ব্যবহারের জন্য বিভিন্ন ধরণের সেচ অবকাঠামো নির্মাণ ও দক্ষ সেচ ব্যবস্থার জন্য ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ সেচ নালা নির্মাণ। | প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
| সিটিজেন চার্টার | ৩ | দূর্গম পাহাড়ী, চর ও উপকূলীয় এলাকাসহ বিশেষ সেচ ব্যবস্থা প্রয়োগ সহ সমগ্র দেশে সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প প্রনয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ। | সেচ এলাকা বৃদ্ধির জন্য পাহাড়ী, চর ও উপকূলীয় এলাকায় প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করণ এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষৎ কর্মপন্থা নির্ধারণ। | প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
৪ | ছোট নদী, খাল, নালা ইত্যাদি সংস্কার, খনন/পুনঃ খনন এবং সেচ অবকাঠামো নির্মাণ হলে পানির প্রাপ্যতা বৃদ্ধিসহ শক্তি চালিত ও ভাসমান প্রাম্প ব্যবহারের মাধ্যমে বোরো মৌসুমে ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণ। | ভূ-উপরিস্থ পানি উন্নয়নে Exixtingছোট নদী, খাল ও বিল ইত্যঅদি পুনঃখনন সহ সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে পানি সংরক্ষণ এবং এ ধরণের প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কার্য সম্পদন। | প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। | ||
৫ | আধুনিক লাগসই কৃষি ও সেচযন্ত্র পানি সরবরাহ, স্থাপন, ব্যবহার, সেচ, সম্প্রসারণ, সেচ দক্ষতা বৃদ্ধি ও ফলন পার্থক্য (Yield Gap) কমানোর উপর কৃষক প্রশিক্ষণ। | স্থানীয় এলাকার উপযোগী লাগসই কৃষি ও সেচ যন্ত্রপাতি সরবরাহ স্থাপন, ব্যবহার, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধিতে ভূ-গর্ভস্থ (বারিড পাইপ) ও ভূ-উপরিস্থ সেচনালা নির্মাণ। উল্লেখিত কার্যক্রম বাস্তবায়ন ও ফলন পার্থক্য কমানোর জন্য কৃষক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ ও সম্পাদন।‘ | প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। | ||
৬ | সেচ যন্ত্র, এলাকাসহ ভূ-গর্ভস্থ/ ভূ-উপরিস্থ পানি সম্পদ, জরীপ, আধুনিক উন্নত পদ্ধতিতে পানি স্তর পরিবীক্ষণ, ৬টি আঞ্চলিক ও ২৩০টি মিনি ল্যাবের মাধ্যমে পানির গুনাগুন পরীক্ষা করে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান। | পানির গুনাগুন জানার জন্য নিয়মিত পানির নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা, পানির স্তর নিয়মিত পরিবীক্ষণ এবং বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তথ্য সেবা প্রদান। |
| ||
৭ | আর্সেনিকসহ অন্যান্য উপাদান যা সেচ জনিত পরিবেশ দুষণ সমস্যার কারণ তা অনুসন্ধান ও সমাধানের দিন নির্দেশনা প্রদান। | সেচের পানি আর্সেনিকসহ অন্যান্য উপাদানের মাত্রা নিরূপন এবং তা প্রতিবেদন আকারে প্রকাশ করা। |
| ||
৮ | খরা, দূর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও সিডোরসহ বিভিন্ন আপদ কালীনসময়ে জরুরী ভিত্তিতে সেচ ও সেচ সংক্রান্ত কারিগরি সেবা প্রদান। | প্রাকৃতিক দূর্যোগের সময় মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কারিগরি সেবা প্রদান। | এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। | ||
৯ | অকেজো/ অচল গভীর নলকূপ পুনর্বাসন, নতুন নলকূপ স্থাপন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ফোর্সমোড নলকূপ স্থাপন করে ক্ষেত্রায়নের মাধ্যমে সেচ সেবা প্রদান ও সেচ এলাকা সম্প্রসারণ | সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষকদের উত্তম সেবা প্রদানের জন্য অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরণের নতুন সেচ যন্ত্র স্থাপন এবং পুরাতন সেচ যন্ত্র পুনর্বাসন কাজ সম্পাদন ও ক্ষেত্রায়ন। | প্রকল্প গ্রহণের মাধ্যমে সম্পাদন করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস